নাশকতার মামলায় অভিযুক্ত হওয়ায় চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। মাওলানা সোহরাব আলী স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চার কাউন্সিলরকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান, মাওলানা সোহরাব আলীর বিরুদ্ধে সদর মডেল থানায় করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। এ কারণে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে নাশকতা মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম রবি, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতার কবির তবু বিশ্বাস ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেরাজুল ইসলাম জারজিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত চার কাউন্সিলরই জামায়াতে ইসলামীর নেতা।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন বলেন, 'চার কাউন্সিলরের সাময়িক বরখাস্তের চিঠিটি স্থানীয় সরকার বিভাগ থেকে আমার কাছে পাঠানো হয়েছে। আমি সংশ্লিষ্টদের অবহিত করেছি। '