kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

না.গঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের লাইনে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৩ মে, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ভেতরে গতকাল শুক্রবার সকালে তিতাস গ্যাসের সরবরাহ লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে তিনজন। আগুনে বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড ডেমরা জোনের প্রকৌশলী মো. আজগার জানান, ভোর ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে তিতাসের গ্যাস সরবরাহ লাইনে আগুন লাগে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ও ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার পর গ্যাস সরবরাহ লাইনটি এমনিতেই বন্ধ হয়ে যায়। যে কারণে বিদ্যুৎকেন্দ্রটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

 

মন্তব্য