kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

ওয়াচ গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৪ এপ্রিল, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে যৌন হয়রানি রোধে 'কমিউনিটি ওয়াচ গ্রুপ' নামের ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুর জিলা স্কুলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব হয়েছেন যথাক্রমে ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক দুর্গারানী সিকদার এবং ফরিদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল। যৌন হয়রানি নির্মূলকরণে সোচ্চার আমরা- এ আহ্বানকে সামনে রেখে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রকল্পের আওতায় মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির উদ্যোগে এ কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে মেজনিন কর্মসূচির হাসিনা আক্তার জানান, ফরিদপুর শহরসহ জেলায় মোট ২০টি স্কুলে এ কমিটি গঠন করা হবে।

 

মন্তব্যসাতদিনের সেরা