kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

আম কুড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে খালা-ভাগনির মৃত্যু

বগুড়া অফিস   

২৪ এপ্রিল, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার আদমদীঘির ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে প্রথমে ভাগনি এবং তাকে উদ্ধার করতে গিয়ে তার খালা বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন। গত বুধবার রাতে আদমদীঘির মালশন গ্রামে এই ঘটনা ঘটে। রাতে গ্রামবাসী ওই গ্রামের দক্ষিণ-পশ্চিম পাশের মাঠ থেকে তাঁদের লাশ উদ্ধার করে। তাঁরা হলেন মালশন গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেনা বেগম (৩৫) এবং নওগাঁর বালুভরা গ্রামের আবুল কাসেম ওরফে বেল কাসেমের মেয়ে বৈশাখী খাতুন (১০)। এলাকাবাসী জানায়, বগুড়ার আদমদীঘির মালশন গ্রামের দক্ষিণ-পশ্চিম মাঠে একটি গভীর নলকূপ আছে। গত মঙ্গলবার রাতে ঝড়ের কারণে ওই মাঠের গভীর নলকূপের বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। নলকূপের পাশেই বেশ কয়েকটি আমগাছ আছে। পর দিন বুধবার বিকেলে আবারও ঝড় শুরু হলে বৈশাখী আম কুড়ানোর উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে ওই মাঠে যায়।

 

মন্তব্য