kalerkantho

শুক্রবার । ২ ডিসেম্বর ২০২২ । ১৭ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৭ জমাদিউল আউয়াল ১৪৪৪

লক্ষ্যাপার তুলে ধরল গ্রামবাংলার ঐতিহ্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের হাজারো শিক্ষার্থীকে গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিল লক্ষ্যাপার নামের সাংস্কৃতিক সংগঠন। বুধবার দুপুরে কলেজ মাঠে লক্ষ্যাপারের ষষ্ঠ শাস্ত্রীয় সংগীত সম্মিলন 'বাহিরানা'য় এসব ঐতিহ্য তুলে ধরা হয়, যার মধ্যে ছিল ঢাকবাদ্য প্রতিযোগিতা, লাঠি খেলা, দাড়িয়াবান্ধা, হাডুডু, গোলটেবিল বৈঠক ও শাস্ত্রীয় সংগীত। অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম জামাল। এ সময় উপস্থিত ছিলেন ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমল কান্তি সাহা, পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম খোকন প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠান পরিচালনা করেন লক্ষ্যাপার সংগঠনের সভাপতি অসিত কুমার। অনুষ্ঠানে লাঠি খেলা প্রদর্শন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কিশোরগঞ্জের বৌলাই জমিদারবাড়ির ঐতিহ্যবাহী লাঠিয়াল দল। মুন্সীগঞ্জ ও বৃহত্তর ফরিদপুর জেলার ১০ জন বাদক ঢাকবাদ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কমলা ও নীল দলে বিভক্ত হয়ে হাডুডু খেলায় অংশ নেয়। লক্ষ্যাপার সংগঠনের সভাপতি অসিত কুমার অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের উদ্দীপনা দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, 'বর্তমান যুগে মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার ছাড়া আমাদের জীবন চিন্তাই করা যায় না। কিন্তু একটা সময় ছিল-এসব খেলা ও কসরত করেই বাঙালির বিনোদন উপভোগ করা হতো। '

 

 সাতদিনের সেরা