kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

[ জীবন যেমন ]

নাম রেখেছি ‘বর্ণমালা’

২৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনাম রেখেছি ‘বর্ণমালা’

আঁকা : মাসুম

মা আর আমি। দুজন দুই মেরুর।

তাঁর কাছে ধর্ম আগে, মানুষ পরে; আমার বোধে মানুষ আগে, ধর্ম পরে। তাঁর মতে, ধর্মবিহীন মানুষ হয় না; আমার কাছে মানুষকে কেন্দ্র করেই ধর্মের আবর্তন।

বিজ্ঞাপন

আমার মেয়ের নামকরণে মায়ের যথেষ্ট আপত্তি! এ ব্যাপারে মায়ের সঙ্গে বাহাস হয়েছিল। মাকে বলেছিলাম, ‘তুমি যেমন নিজের পছন্দে তোমার সন্তানদের নাম রেখেছ; আমারও অধিকার আছে আমার সন্তানের নামটি নিজের পছন্দে রাখার!’ ব্যস তাতেই কাজ হলো। বছর দুয়েক আমার মেয়ের নাম ধরে ডাকেননি মা। এখন ডাকেন আমার দেওয়া ‘বর্ণমালা’ নামেই।

ধর্ম নিয়ে যতটুকু বোধ আমার আছে, পুরোটাই মা-বাবা থেকে পাওয়া। নিকটতম বন্ধু মাত্রই ওয়াকিফহাল আমার ধর্মীয় বোধ সম্পর্কে। নিজের ধর্ম নিজে পালন করলেও কোনো বিশেষ ধর্মের মানুষের প্রতি আমার পক্ষপাতিত্ব শূন্য। শুধু এইটুকুই বুঝি যেখানে মানুষের মূল্য নেই, সেখানে ধর্ম নেই।

কিছুদিন আগে মাকে শিক্ষক হৃদয় মণ্ডলের ঘটনা বললাম। মা শুধু বললেন, ‘শ্রেণিকক্ষে ছাত্র-শিক্ষকের কোনো ধর্ম থাকতে নেই, শিক্ষক পড়াবেন আর ছাত্ররা শিখবে। ’

সেই দিন আর কই? এখন শিক্ষার্থীরাও গুরুকে উচিত শিক্ষা দেয়!

—রেহমান আজিজ

প্রভাষক, মাইকেল মধুসূধন কলেজ, যশোরসাতদিনের সেরা