kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

সরেজমিনে এক দিন

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরেজমিনে এক দিন

দোকানের সামনে রাখা সেই ফ্রিজ

শনিবার। ঘড়ির কাঁটা তখন ১টা ছুঁই ছুঁই। মণিরামপুর পৌর শহরের প্রধান সড়কের পাশে আলী রেজার ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স মক্কা-মদিনা ভ্যারাইটিস স্টোর। সেটার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ৪০-৫০ জন ভিক্ষুক। একে একে সবার হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন আলী রেজা। সেখানেই কথা হলো শাহিদা বেগমের সঙ্গে। প্রতি শনিবার রেজার অতিথি হন মাছনা গুচ্ছগ্রামের এই বাসিন্দা। বললেন, ‘অনেকে ভিক্ষে আনতি গিলি তাড়ায় দেয়। এই দোকানে আসলি রাগ করে না। আমাগের খাবার দেয়। আল্লাহ উনারে ভালো রাহুক।’ আলী রেজার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যাঁরা, তাঁদের একজন স্থানীয় হোমিও চিকিৎসক আবুল বাসার। তিনি বলেন, ‘উনার কাজে সাধ্যমতো সহায়তার চেষ্টা করি। প্রতিদিন সন্ধ্যার পর রুটি, কলা, খেজুর, পানি, খিচুড়ি, কেক, বিস্কুট ও খাবার স্যালাইন দিয়ে আমরা ফ্রিজ ভরে রাখি। তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত পথিক ফ্রিজ খুলে ইচ্ছামতো খাবার নেন।’ মণিরামপুর সরকারি কলেজের অধ্যাপক সাজেদুর রহমান বলেন, ‘আলী রেজা উদাহরণ দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছেন।’সাতদিনের সেরা