kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

একচিমটি

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►     পাড়ার লোকে বলে আমাদের বাড়িতে নাকি ৫০ শতাংশ লোকই পাগল। পাগলের দল সব। আমাদের বাড়িতে ৫০ জন লোক কোথায়? শুধু আমি আর আমার স্ত্রী থাকি।

            অরবিন্দ ঘোষ

 

►     ছোট ভাইয়ের ঘরের অন্য কাজে মন নাই, খালি বাজার করার দিকে সব আগ্রহ। কী কারণ কে জানে!

            সাখাওয়াত হোসেন মুন্না

 

►     স্ত্রী : সুন্দরী মেয়ে দেখলেই তুমি ভুলে যাও যে তুমি বিবাহিত।

        স্বামী : উঁহু। ঠিক উল্টোটা। তক্ষুনি মনে পড়ে যায়।

            মিলন রায়

 

►     ছেলেটি ভেজা চুলে মায়ের বিছানায় ঘুমিয়েছিল। মা ভেবেছে, কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছে। এখন তার বিয়ের জন্য মেয়ে খোঁজা হচ্ছে।

            আবির হোসেন

 

►     যে মামা খরায় তাপে কষ্ট দেয়, সে কিসের মামা? আমি সূয্যি মামার কথা বলছিলাম।

            ইমরোজ খান

মন্তব্যসাতদিনের সেরা