kalerkantho

সোমবার । ২৩ চৈত্র ১৪২৬। ৬ এপ্রিল ২০২০। ১১ শাবান ১৪৪১

একচিমটি

১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦    একজনকে জিজ্ঞেস করলাম, সেন্ট আর রিসেন্ট কী?

     কইল, ‘সেন্ট হইতেছে ঘ্রাণ আর রিসেন্ট হইতেছে পুনরায় ঘ্রাণ।

     পলাশ মাহবুব

 

♦    প্রমিজ ডে

     প্রেমিকা : আজ প্রমিজ ডে। আমাকে নিয়ে মনে মনে একটা প্রমিজ করবে?

     প্রেমিক : কী প্রমিজ, জানু?

     প্রেমিকা : তোমার যা ইচ্ছা। করেছ?

     প্রেমিক : হুম।

     প্রেমিকা : কী প্রমিজ করেছ?

     প্রেমিক : আজ থেকে আর কোনো প্রমিজই করব না, প্রমিজ।

সত্যজিৎ বিশ্বাস

 

♦    জগদীশচন্দ্র বসু নাকি ১৪ ফেব্রুয়ারি ঝোপঝাড়ের নড়াচড়া দেখেই প্রথম বুঝেছিলেন গাছেরও প্রাণ আছে।

     মাহফুজ রবিন

 

♦    বাটা মাছ দিয়ে খাইতে খাইতে জিজ্ঞেস করলাম—এপেক্সের মাছ নাই!

     আবু হাসান

 

♦    চেন্নাইয়ের এক স্কুলে ছাত্রকে চড় মারায় শিক্ষককে ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। আমরা যা মার খেয়েছি তাতে আরামসে ৫-১০ কোটি কামাতে পারতাম।

     খালেদা আক্তার

 

♦    মাছ শুকালে শুঁটকি, আঙুর শুকালে কিশমিশ, মেয়েরা শুকালে জিরো ফিগার, আর ছেলেরা শুকালে গাঞ্জাখোর—এ কেমন বিচার?

     সবুজ রনি

 

 

মন্তব্যসাতদিনের সেরা