kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

রঙ্গভরা বঙ্গদেশ

রোমান্টিক ইলাস্টিক

১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনানা ধরনের নাম চেয়ে অনেকেই ফোন দেন। এক ছোট ভাই তার সদ্য সমাপ্ত উপন্যাসের জন্য নাম চেয়ে ফোন দিল।

ভাই, একটা উপন্যাস লিখছি। নাম দেন।

উপন্যাস লিখছ তুমি আর নাম দেব আমি! তা কী উপন্যাস লিখছ?

প্রেমের। টান টান প্রেমের উপন্যাস।

টান টান হইলে নাম দেও ‘রোমান্টিক ইলাস্টিক’।

নাম শুনে ছোটভাইকে সন্তুষ্ট মনে হলো না। সে মাথা নাড়ে।

দূর, না ভাই। আরেকটা নাম দেন। উপন্যাসের প্লটে কঠিন প্রেম। প্রেমের কাবাবে মনে করেন হাড্ডি ঢুইকা যায়। সেই হাড্ডি নিয়া মনে করেন টান টান ব্যাপারস্যাপার।

হুম! আমি কিছুক্ষণ ঝিম মেরে থাকি।

তাইলে এক কাজ করো। তোমার উপন্যাসের নাম দেও—প্রেমের কাবাব ও কতিপয় হাড্ডি।

পলাশ মাহবুব

মন্তব্যসাতদিনের সেরা