ডাক্তার প্যাট্রিকের হাসপাতালের সামনে লেখা ‘উই আর হিয়ার নট টু বি সার্ভড বাট টু সার্ভ’। এই ব্রত নিয়েই এ পর্যন্ত এক লাখেরও বেশি নারীকে জরায়ু ক্যান্সার প্রতিষেধক (ভ্যাকসিন) দিয়েছেন ডা. প্যাট্রিক ও তাঁর ভ্রাম্যমাণ দল।
ক্যান্সার রোগীদের পাশে
ডাক্তার প্যাট্রিকের জন্ম বরিশালের উজিরপুর উপজেলায়। বরিশালের বিএম স্কুল থেকে এসএসসি এবং বিএম কলেজ থেকে এইচএসসি পাস করে ১৯৬৯ সালে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি।