ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ক্যান্সারের বিরুদ্ধে বিপুল বিশ্বাস

  • ক্যান্সার রোগীদের দুর্দশা সইতে পারছিলেন না ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস। পরে গড়ে তুলেছেন একটি হাসপাতাল। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নারীদের ক্যান্সার বিষয়ে সচেতন করেন। বিনা পয়সায় জরায়ু ক্যান্সার ও হেপাটাইটিস ‘বি’ প্রতিরোধক টিকাও দেন। রেদওয়ানুল হক জানাচ্ছেন তাঁর কথা
অন্যান্য
অন্যান্য
শেয়ার
ক্যান্সারের বিরুদ্ধে বিপুল বিশ্বাস

ডাক্তার প্যাট্রিকের হাসপাতালের সামনে লেখা ‘উই আর হিয়ার নট টু বি সার্ভড বাট টু সার্ভ’। এই ব্রত নিয়েই এ পর্যন্ত এক লাখেরও বেশি নারীকে জরায়ু ক্যান্সার প্রতিষেধক (ভ্যাকসিন) দিয়েছেন ডা. প্যাট্রিক ও তাঁর ভ্রাম্যমাণ দল।

ক্যান্সার রোগীদের পাশে

ডাক্তার প্যাট্রিকের জন্ম বরিশালের উজিরপুর উপজেলায়। বরিশালের বিএম স্কুল থেকে এসএসসি এবং বিএম কলেজ থেকে এইচএসসি পাস করে ১৯৬৯ সালে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি।

১৯৭৩ সালে চিকিত্সাবিদ্যায় ডিগ্রি লাভের পর বগুড়ার খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিত্সক হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করেন ডাক্তার প্যাট্রিক। পরে উচ্চতর পড়াশোনার জন্য চলে যান জাপানে। ১৯৮১ সালে সেখান থেকে গ্যাস্ট্রোএন্টারোলজির ডিগ্রি নিয়ে দেশে আসেন। যোগ দেন রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে সুপারিনটেনডেন্ট হিসেবে।
কিন্তু ক্যান্সার রোগীদের দুর্দশার চিত্র তাঁকে অস্থির করে তুলেছিল। তাই ১৯৯০ সালে সুপারিনটেনডেন্টের দায়িত্ব ছেড়ে ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করতে উদ্যোগ নিলেন। সঙ্গে নিলেন কয়েকজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ