kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

ভুল সবই ভুল

সমুদ্র নীল, কারণ আকাশ নীল

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসমুদ্র নীল, কারণ আকাশ নীল

অনেকেই ভেবে বসে আছেন, নীল আকাশকে প্রতিফলিত করে বলেই সমুদ্র নীল। কিন্তু আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) বলছে, এতে আকাশের কোনো ভূমিকা নেই; বরং সূর্যের আলোর ভূমিকা আছে। সূর্যের আলো যখন সমুদ্রে পড়ে, তখন পানি দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের রং যেমন—লাল, কমলা, হলুদকে গভীরভাবে শুষে নেয়। তবে স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের রং নীলকে ততটা শুষতে পারে না। তাই আলো সাগরে পড়ার পর নীল রংটাই প্রতিফলিত হয় বেশি। সে কারণেই সমুদ্রকে নীল দেখায়। পানির এই চরিত্রের পেছনে হাইড্রোজেন আর অক্সিজেনেরও (এই দুই উপাদানেই পানি গঠিত) ভূমিকা আছে। গ্লাসের পানি নীল দেখায় না। কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলো শোষণকারী উপাদান নেই। আবার সমুদ্রের ওপরিভাগের চেয়ে কিছু গভীরের পানি বেশি নীল।  বিজ্ঞানীরা তাই বলছেন, আসলে পানি একরকমের নীল রাসায়নিক। এর আণবিক গঠন ঠিক করে দেয় কোন রং প্রতিফলিত করবে, আর কোনটা শোষণ করবে।

 

মন্তব্যসাতদিনের সেরা