ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭
ভুল সবই ভুল

গরিব দেশগুলো বেশি টাকা ছাপিয়ে বড়লোক হতে পারে!

  • সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত
অন্যান্য
অন্যান্য
শেয়ার
গরিব দেশগুলো বেশি টাকা ছাপিয়ে বড়লোক হতে পারে!

জিম্বাবুয়ে আর ভেনিজুয়েলা তাদের অর্থনীতিতে গতি আনতে বেশি টাকা ছাপিয়েছিল একবার। কিন্তু তাতে উপকারের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি। জিম্বাবুয়েতে যেখানে একটি মিষ্টি কিনতে এক ডলার খরচ করতে হতো, সেখানে এক বছরের মাথায় ২৩১ মিলিয়ন ডলার দাম পড়ল একটি মিষ্টির। লোকেরা তখন বলেছিল, টাকার চেয়ে কাগজগুলোর বরং গুরুত্ব বেশি।

আসলে ধনী হতে একটি দেশের প্রয়োজন বেশি জিনিস উৎপাদন। বেশি উৎপাদন না করে অধিক টাকা ছাপালে জিনিসপত্রের দাম চড়া হতে থাকে। একে বলে মূল্যস্ফীতি। ধরা যাক, ১০ লাখ বই আছে বাজারে, যার মূল্য এক কোটি টাকা।
সে ক্ষেত্রে প্রতি বইয়ের দাম ১০ টাকা। এখন বাজারে দুই কোটি টাকা থাকলে কিন্তু বইয়ের সংখ্যা বাড়বে না; বরং বৃদ্ধি পেয়ে প্রতিটি বইয়ের দাম হবে ২০ টাকা। তাতে লাভ কিছুই হলো না; বরং টাকার মান পড়ে গেল। গত শতকের বিশের দশকে জার্মানিতে টাকার মান এতই পড়ে গিয়েছিল যে টাকা দিয়ে শিশুরা ঘুড়ি ইত্যাদি খেলার সামগ্রী তৈরি করত।
তাই গবেষকরা বলছেন, জিনিসপত্রের উৎপাদন বৃদ্ধি গরিব দেশের বড়লোক হওয়ার উপায় হতে পারে। অধিক টাকা ছাপানো কোনো সমাধান নয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ