জিম্বাবুয়ে আর ভেনিজুয়েলা তাদের অর্থনীতিতে গতি আনতে বেশি টাকা ছাপিয়েছিল একবার। কিন্তু তাতে উপকারের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি। জিম্বাবুয়েতে যেখানে একটি মিষ্টি কিনতে এক ডলার খরচ করতে হতো, সেখানে এক বছরের মাথায় ২৩১ মিলিয়ন ডলার দাম পড়ল একটি মিষ্টির। লোকেরা তখন বলেছিল, টাকার চেয়ে কাগজগুলোর বরং গুরুত্ব বেশি।
ভুল সবই ভুল
গরিব দেশগুলো বেশি টাকা ছাপিয়ে বড়লোক হতে পারে!
- সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত
অন্যান্য

সম্পর্কিত খবর