kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

ভুল সবই ভুল

মনোবিজ্ঞানীরা মন পড়তে পারেন

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

৯ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমনোবিজ্ঞানীরা মন পড়তে পারেন

আসলে মনোবিজ্ঞানে কী পড়ানো হয় তা জানলে ভুল ভেঙে যাবে। সাদা সত্য হলো মানুষের মন পড়তে শেখায় না মনোবিজ্ঞান। এটা আসলে মানুষের আচরণ বোঝার বিজ্ঞান। মানুষ মানুষের সঙ্গে বা মানুষ সমাজের সঙ্গে যেসব ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যায় সেগুলো ব্যাখ্যা করেন মনোবিজ্ঞানী। অথচ মানুষ ভেবে বসে আছে মনোবিজ্ঞানী দেখলেই বুঝি জিজ্ঞেস করতে হয়, বলুন তো আমি কী ভাবছি? আরো ভাবে, মুখ দেখেই মনোবিজ্ঞানী বলে দিতে পারেন মানুষটা কেমন। আরো ভাবে, পাশ দিয়ে যারাই হেঁটে যায়, তাদের সবার মন ধরা পড়ে মনোবিজ্ঞানীর কাছে। আসলে মনোবিজ্ঞানী বলেন, মানুষের মনোজগৎ এত জটিল যে কখনো কখনো নিজেকেই বুঝতে পারে না।

অনেকে কিন্তু মনোবিজ্ঞানী ও মনোচিকিৎসককে এক করে ফেলেন; কিন্তু দুইয়ের মধ্যে ফারাক অনেক। যেমন—মনোচিকিৎসকের ওষুধ দেওয়ার এখতিয়ার আছে, মনোবিজ্ঞানীর নেই। মনোবিজ্ঞানী যা পারেন তা হলো নতুন কোনো ভাবনায় (বিহেভিরিয়াল ইন্টারভেনশন) যুক্ত করার মধ্য দিয়ে কাউকে মনোকষ্ট থেকে রেহাই দিতে।

মন্তব্যসাতদিনের সেরা