kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

ভুল সবই ভুল

হীরা হয় কয়লা থেকে

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহীরা হয় কয়লা থেকে

একটা তথ্যই এ ভ্রান্তি নিরসনে যথেষ্ট। পৃথিবীর প্রথম গাছটির বয়স যত, বেশির ভাগ হীরার বয়স তার চেয়ে বেশি। কয়লা হলো গাছ বা ফার্নের জীবাশ্ম। তাই গাছ যখন ছিল না, তখন তো কয়লা থাকার প্রশ্নই আসে না। খনিজ কয়লা তৈরি হতে মিলিয়ন বছর লাগে, কিন্তু হীরা তৈরি হয়েছে বিলিয়ন বছর আগেই। হীরা তৈরি হয় ৯০০ থেকে ১৩০০ সেলসিয়াস তাপমাত্রায় আর ভূগর্ভের ১৪০ থেকে ১৯০ কিলোমিটার গভীরে, অন্যদিকে কয়লা থাকে ১৮০ থেকে ৩০০ ফুট গভীরে। উল্লেখ্য, হীরা ওপরের দিকে উঠে আসে আগ্নেয়গিরির লাভার সঙ্গে। তবে তা অহরহ ঘটে না, কারণ আগ্নেয়গিরির শুরুর জায়গা থেকেও তিন-চার গুণ নিচে থাকে হীরা। যাহোক ভুলটি তৈরি হওয়ার পেছনে সুপারম্যান চলচ্চিত্র বা টিভি সিরিজের ভূমিকা আছে। ওই ছবিগুলোতে দেখা যায়, ক্রিপ্টোনিয়ানরা (কাল্পনিক গ্রহ ক্রিপ্টনের বাসিন্দা) হাতে কয়লা ঘষে হীরা বানিয়ে ফেলে। আরো বড় ভূমিকা থাকতে পারে কার্বনের। কারণ কয়লাও গঠিত হয় কার্বন দিয়ে।

মন্তব্যসাতদিনের সেরা