kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

ফেসবুক থেকে পাওয়া

গরু না ঘোড়া?

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরীক্ষার হলে প্রশ্নের অনেক সেট থাকে যেমন ক, খ, গ, ঘ। আমাদের মাধ্যমিক পরীক্ষায় রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং প্রশ্নের সেট মূল কাগজ ছাড়াও আলাদা কাগজে এন্ট্রি করতে হয় এবং একটি স্বাক্ষর দিতে হয়। একজন শিক্ষক টেবিলে টেবিলে গিয়ে তা সংগ্রহ করেন। এমনই একদিন স্যার আমার সামনের টেবিলে সেট ক এবং খ এন্ট্রি করলেন। পরে আমার টেবিলে এলেন। তখন লিখছিলাম। স্যার বললেন, তুমি গরু না ঘোড়া?

প্রথমে কিছু বুঝতে পারিনি। একটু থেমে বলালাম, ‘কেন স্যার, কিছু ভুল হইল নাকি?’

আরে না! তোমার কোন সেট, বলো।

নিজের সেট বলার পর এন্ট্রি করে স্যার চলে গেলেন। এই ঘটনা মনে হলে এখনো নিজে নিজে হাসি।

শাহাদাত হোসাইন শাওন

ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ।

মন্তব্যসাতদিনের সেরা