kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

ফেসবুক থেকে পাওয়া

প্রাইভেসি

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএই শহরে গায়ে গা লাগানো বাড়িগুলোর সমস্যা অনেক। অনেক ক্ষেত্রেই প্রাইভেসি থাকে না। এই যেমন বারান্দায় কাপড় রোদ দেওয়ার সময় সারা জীবন বোরকা পরে থাকা বউকেও দেখে ফেলে পাশের বাসার ছেলেটা। আবার জানালার পাশে থাকা ওভেনে খাবার গরম করার সময়ও শোনা যায় অন্য বাসায় বর তার বউকে কুত্তার বাচ্চা বলে গালি দিচ্ছে। আবার কোনো বাসায় ঘণ্টা বাজিয়ে পূজা করা লক্ষ্মী প্রতিমাটি তার তিন বছর বয়সী পুত্রকে রেগেমেগে বলছে, ‘চিল্লাবি না, একদম মাথায় গরম মাড় ঢেলে দেব!’ তখন মনে পড়ে, হয়তো দুদিন আগেই পিচ্চিটাকে শেখানো হয়েছিল পিতা-মাতা দেবদেবীর মতো। অথচ এরা নিজেরাও জানে না ছোট্ট কলজেটার ভেতর এরা তাদের অসুর মূর্তি গড়ে তুলছেন। এমনটাই তো হয়!

শারমিন সানজিদা

ঢাকা

মন্তব্যসাতদিনের সেরা