ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭
বলি বলি করেও বলা হলো না

এখন মনে হয় জীবনটা অনেক সুন্দর

সামিনা চৌধুরী, সংগীতশিল্পী
সামিনা চৌধুরী, সংগীতশিল্পী
শেয়ার
এখন মনে হয় জীবনটা অনেক সুন্দর

আমি ধর্মপ্রাণ। ছোটবেলা থেকেই ধর্মের কথা শুনতে ভালো লাগে। এরপর বড় হয়ে যত পড়াশোনা করেছি ধর্মানুভূতি আরো গভীর হয়েছে। সব সময় যদিও মেনে চলতে পারি না, কিন্তু চেষ্টা করি।

মাঝেমধ্যে গানও কমিয়ে দিই সে জন্য।

আমি সব ধরনের গানের অনুষ্ঠানে যাই না। বলতে পারেন, খাপ খাওয়াতে পারি না। ধর্মে যেগুলো করা বারণ, সেগুলো করতে আমার বাধো বাধো ঠেকে।

এই বয়সে এসে এখন মনে হয় জীবনটা অনেক সুন্দর তবে খুব ছোট। তাই গুছিয়ে চলা উচিত।

টপ আর্টিস্ট হওয়ার জন্য অন্যরা যা করে সেগুলোর কিছুই আমি করিনি। লবিং করা, ইঁদুর দৌড়ে যোগ দেওয়া ইত্যাদি আমার হয়ে ওঠেনি।

আসলে নিজেকে ছোট করতে চাই না। তবে একটা কথা, সাধনায় কিন্তু ফাঁকি দিই না। সব কিছু মিলিয়ে নিজেকে সুখী মনে হয়।

আমি অহেতুক কথা বলতে পারি না। ঠাট্টাও করি না।

এ জন্য অনেকে বলে আমি খুবই মুডি। আসলে বিষয়টা তা নয়। আমি 'ফেইক' কিছু করতে পারি না। যখন ভালো পরিবেশ পাই তখন কিন্তু মন খুলে কথা বলি। ছোটবেলা থেকেই

আমি এমন।

লোকজন মুডি বদনাম দিত বলে

আমার মা কেঁদে ফেলতেন। বলতেন, 'আমার সবচেয়ে লক্ষ্মী মেয়েটাকে নিয়ে সবাই এমন কথা বলছে...!'

আসল ঘটনাটা আমি আজ বলব। আমার ছোটবেলা থেকে একটা অসুখ ছিল। এ জন্য তিন বেলা অসুধ খেতে হতো। তাই কোথাও রেকর্ডিং বা প্রোগ্রামে গেলেও নিয়ম করে ওষুধটা খেতাম। এটা দেখে অনেকেই কানাকানি করেছে, সামিনা দেখি ড্রাগ ছাড়া থাকতেই

পারে না!'

রেকর্ডিংয়ের সময় নামাজের ওয়াক্ত হলে আমি নামাজে যাই। এ নিয়েও কম জল ঘোলা হয়নি। সহশিল্পীরাও টিটকারি দিত। সব সহ্য করে গিয়েছি। এখন অবশ্য ওয়াক্ত হলে সহশিল্পীরাই নামাজের ব্যবস্থা করে দেয়।

লেখা: মাসিদ রণ

ছবি : শামছুল হক রিপন

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ