আমি ধর্মপ্রাণ। ছোটবেলা থেকেই ধর্মের কথা শুনতে ভালো লাগে। এরপর বড় হয়ে যত পড়াশোনা করেছি ধর্মানুভূতি আরো গভীর হয়েছে। সব সময় যদিও মেনে চলতে পারি না, কিন্তু চেষ্টা করি।
বলি বলি করেও বলা হলো না
এখন মনে হয় জীবনটা অনেক সুন্দর
সামিনা চৌধুরী, সংগীতশিল্পী

আমি সব ধরনের গানের অনুষ্ঠানে যাই না। বলতে পারেন, খাপ খাওয়াতে পারি না। ধর্মে যেগুলো করা বারণ, সেগুলো করতে আমার বাধো বাধো ঠেকে।
টপ আর্টিস্ট হওয়ার জন্য অন্যরা যা করে সেগুলোর কিছুই আমি করিনি। লবিং করা, ইঁদুর দৌড়ে যোগ দেওয়া ইত্যাদি আমার হয়ে ওঠেনি।
আমি অহেতুক কথা বলতে পারি না। ঠাট্টাও করি না।
আমি এমন।
লোকজন মুডি বদনাম দিত বলে
আমার মা কেঁদে ফেলতেন। বলতেন, 'আমার সবচেয়ে লক্ষ্মী মেয়েটাকে নিয়ে সবাই এমন কথা বলছে...!'
আসল ঘটনাটা আমি আজ বলব। আমার ছোটবেলা থেকে একটা অসুখ ছিল। এ জন্য তিন বেলা অসুধ খেতে হতো। তাই কোথাও রেকর্ডিং বা প্রোগ্রামে গেলেও নিয়ম করে ওষুধটা খেতাম। এটা দেখে অনেকেই কানাকানি করেছে, সামিনা দেখি ড্রাগ ছাড়া থাকতেই
পারে না!'
রেকর্ডিংয়ের সময় নামাজের ওয়াক্ত হলে আমি নামাজে যাই। এ নিয়েও কম জল ঘোলা হয়নি। সহশিল্পীরাও টিটকারি দিত। সব সহ্য করে গিয়েছি। এখন অবশ্য ওয়াক্ত হলে সহশিল্পীরাই নামাজের ব্যবস্থা করে দেয়।
লেখা: মাসিদ রণ
ছবি : শামছুল হক রিপন
সম্পর্কিত খবর