<p align="left" class="bodycopy14" style="text-align:left"><span><span style="line-height:10pt"><span><span style="color:black"><span><span style="letter-spacing:-.3pt">গাজীপুর মহানগরের পুবাইলের মীরের বাজার থেকে ছয় ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশের জ্যাকেট, ক্যাপ, দুটি ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, হাতকড়াসহ ছিনতাই ও ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। পুবাইল থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুবাইলের নারায়ণকুল এলাকার সাব্বির রহমান (২৩), সীমান্ত খান (২০), হৃদয় (২০), বসুগাঁওয়ের আনন্দ মোল্লা (২২), ফাহিম সরকার (২৪), হারবাইদ এলাকার শাহরিয়ার (১৯)। তাঁদের মধ্যে হৃদয় সাবেক পুলিশ সদস্য। পুবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, শনিবার দুপুরে কয়েকজন পুলিশ পরিচয়ে মীরের বাজার এলাকায় গাড়ি ভাড়া করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের নামে ফরিদপুরের ভাঙ্গা থানায় ডাকাতির মামলা রয়েছে। তাঁরা পুলিশ ও ডিবি পরিচয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছিলেন।</span></span></span></span></span></span></p>