খুলনায় ছাত্র সমন্বয়ক ও ডিবির লোক পরিচয়ে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ির ভাড়াটিয়ার কাছ থেকে চাঁদা নেওয়ার সময় চারজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন বয়রা আজিজের মোড় এলাকায় সাবেক পুলিশ পরিদর্শক মাহফুজের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ এ তথ্য জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন খুলনা সদর থানাধীন বাগমারা এলাকার মো. আব্দুল হামিদ সরদারের ছেলে মো. মাসুদ রানা, মিস্ত্রিপাড়ার আব্দুর সামাদ গাইনের ছেলে মো. ফয়সাল মাহমুদ, টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার কামরুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন এবং শেরে বাংলা রোডের আমতলা এলাকার ইউসুফ আলীর ছেলে রিফাত পারভেজ রাফি।