<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমারে পাচার হয়ে যাওয়া ২০ কিশোর-যুবককে বাংলাদেশে ফেরত এনেছে বাংলাদেশ নৌবাহিনী। তারা বিভিন্ন সময় মানবপাচারের শিকার হয়ে মায়ানমারের কারাগারে আটকে ছিল। মায়ানমারে ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ নৌবাহিনী। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নৌবাহিনীর দল ফেরত আসার সময় তাদের সঙ্গে করে নিয়ে আসে। মায়ানমারে বাংলাদেশ দূতাবাস তাদের বাংলাদেশি পরিচয় যাচাই-বাছাই করেছে। তাদের গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, এনডিসি মো. আল আমিন হোসেনসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।</span></span></span></span></p>