<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ-শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়ন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার সূর্যপুর বিওপি, হলদীগ্রাম বিওপি ও বান্দরকাটা বিওপি এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।</span></span></span></span></p> <p> </p>