<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভার পৌরসভার জামশিং জয়পাড়া মহল্লায় হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ী আব্দুস সালাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রবিবার ভোর ৩টার দিকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত ১৫ মার্চ তাঁকে গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করলেও গত এক সপ্তাহে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত আব্দুস সালাম সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জামশিং মহল্লার বাসিন্দা ও একজন স্বর্ণ ব্যবসায়ী। আলামিন জুয়েলার্স নামে তাঁর একটি স্বর্ণের দোকান রয়েছে। অন্যদিকে অভিযুক্ত হামলাকারীরা হলেন জামশিং এলাকার মেহেদী (৪০), রুবেল (৩৮), আব্দুল মান্নান (৩৯), রমেজ (৪০), আব্বাস (৪৫), কবির হোসেনসহ (৪০) অজ্ঞাতপরিচয় আরো চার থেকে পাঁচজন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতের স্ত্রী আলেয়া বেগম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার স্বামীকে মারধরের খবর পেয়ে তাঁকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে সন্ত্রাসীরা আমাকেও কিল-ঘুষি ও চড়থাপ্পড় মেরে আহত করে। তারা আমার গলার চেন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>