<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল ভোরে উপজেলার গোলাপের হাট দুখুর মোড় এলাকায় বর্তমান বাসস্থানে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দুপুর আড়াইটায় দুখুর মোড় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং জানাজা শেষে মরদেহ ওই কবস্থানেই দাফন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। </span></span></span></span></p>