<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঈদ যাত্রায় রাজধানী ঢাকা থেকে উত্তরের বিভাগ রংপুরে আসতে পার হতে হবে ৫২টি যানজট স্পট। আর এই যানজট স্পটে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা দেখছে খোদ দায়িত্বপ্রাপ্ত সরকারি মন্ত্রণালয় ও বিভাগগুলো। পাশাপাশি এই সমস্যা সমাধানের জন্য তারা দিয়েছে একাধিক সুপারিশও। তারা আরো বলছে, গত বছরের তুলনায় চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্যের বড় ঝুঁকি রয়েছে। এর সঙ্গে লক্কড়ঝক্কড় বাস, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন এবং জাতীয় ও আঞ্চলিক সড়কের পাশের ভাসমান বাজার, নছিমন, করিমন, ইজি বাইক চলাচলে দুর্ঘটনার বাড়তি ঝুঁকি থাকছে এবারের ঈদ যাত্রায়। গত ৯ মার্চ ঈদ যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভায় এসংক্রান্ত সমস্যাগুলো উঠে আসে। উত্তরবঙ্গের মহাসড়কের যানজট নিরসন ও ভোগান্তি দূর করতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। চিহ্নিত স্থানগুলোতে থাকছে কুইক রেসপন্স টিম।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা থেকে উত্তরবঙ্গ মহাসড়কের ৫২টি গুরুত্বপূর্ণ স্পটের তালিকায় রয়েছে বাইপাইল মোড়, চন্দ্রা মোড়, গোড়াই মিলগেট, এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যমুনা সেতু পূর্ব গোলচত্বর, যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর, ফেন্সিগেটের পূর্ব অংশ, ফেন্সিগেটের সার্ভিস লেন, মুলিবাড়ী আন্ডারপাসের পূর্বে, হাটিকুমরুল পাঁচলিয়া বাসস্ট্যান্ড, হাটিকুমরুল ধোপাকান্দি ব্রিজ, হাটিকুমরুল গোলচত্বর, হাটিকুমরুল বাজার, ঘুরকা বেলতলা, ভূঁইয়াগাড়ী বাসস্ট্যান্ড, হোটেল হাইওয়ে অভিভিলা, ঘোষমাইল, সিরাজগঞ্জ বাইপাস, জমজম দইঘর ও বগুড়াবাড়ী থেকে সীমাবাড়ী কলেজ। এ ছাড়া যাত্রাবিরতির কারণে কয়েকটি হোটেল, দাদপুর জামাই রোড, চান্দাইকোনা গরুর হাট, কাচিকাটা টোল প্লাজা, বনপাড়া বাইপাস, বনপাড়া বাজার, বানেশ্বর বাজার-রাজশাহী ইত্যাদি এলাকায় যানজট হতে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাইওয়ে পুলিশের বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী আহমেদ হাশমী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশা রাখি গতবারের মতো এবারও যানজট ছাড়াই যাত্রীরা চলাচল করতে পারবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ এস এম ইলিয়াস শাহ কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঈদ যাত্রাকে সহজ করতে সড়কের মেজর করিডরে যেন যানজট না হয়, তার জন্য যা যা করণীয় আমরা করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>