<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তান থেকে আমদানীকৃত চিটাগুড় নিয়ে একটি বাণিজ্যিক জাহাজ দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ভিড়েছে। পানামার পতাকাবাহী এমটি ডলফিন-১৯ নামের এই জাহাজ পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চিটাগুড় নিয়ে গতকাল বৃহস্পতিবার বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। বিকেলের পর জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। মোংলা বন্দরের ইতিহাসে এই প্রথম পাকিস্তান থেকে চিটাগুড় নিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ বন্দরে ভেড়ে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিগত বছরের চেয়ে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে মোংলা বন্দর ব্যবহার করে গার্মেন্টস পণ্য রপ্তানি এবং হিমায়িত ফল আমদানি করা হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোংলা বন্দরের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, পাকিস্তান থেকে প্রথমবারের মতো আমদানীকৃত চিটাগুড় নিয়ে এমটি ডলফিন-১৯ নামের জাহাজটি বন্দরে নোঙর করে। জাহাজটি ২২ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। ১৪৫ মিটার দৈর্ঘ্য এবং সাত মিটার গভীরতাসম্পন্ন জাহাজটিতে পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চিটাগুড় রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের পর জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো জানান, জাহাজ থেকে চিটাগুড় খালাস করে কিছু অংশ মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হবে। পরবর্তী সময়ে রেলযোগে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ীতে নেওয়া হবে এবং সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কম্পানিতে সরবরাহ করা হবে। এমটি ডলফিন-১৯ নামের এই জাহাজ বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করার পর বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন বিভাগের সদস্য কমোডর মো. শফিকুল ইসলাম সরকার জাহাজটিকে স্বাগত জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপপরিচালক মো. মাকরুজ্জামানের তথ্য মতে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত প্রথম সাত মাসে মোংলা বন্দরে ৪৯৬টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে। এই সময়ে ৬৫ লাখ ৬২ হাজার ৩০০ মেট্রিক টন বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করা হয়। এর মধ্যে ২৩টি কনটেইনারবাহী জাহাজ থেকে ১২ হাজার ৮৩ টিইইউস কনটেইনার লোডিং-আনলোডিং এবং ১২টি গাড়িবাহী জাহাজ থেকে ছয় হাজার ৭৫১ ইউনিট রিকন্ডিশন্ড গাড়ি খালাস করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্দর সূত্র জানায়, চলতি ২০২৫ সালে মোংলা বন্দরে জাহাজ আগমন বৃদ্ধি করার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে মোংলা বন্দরে ৮৩টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে।</span></span></span></span></p>