<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চল কমলা বাগান পাড়া এলাকা থেকে অপহৃত সাত কাঠ শ্রমিককে মুক্তি দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। গত সোমবার রাতে দুর্গম পাহাড়ি এলাকা  লিংপুংপাড়া থেকে তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত পয়লা ফেব্রুয়ারি রাতে একটি খামারে সন্ত্রাসীরা হানা দিয়ে ওই সাত কাঠ শ্রমিককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহৃতরা সবাই স্থানীয় কাঠ ব্যবসায়ী হেলাল উদ্দিনের অধীনে দুর্গম পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন। সন্ত্রাসীরা অপহৃতদের মুক্তিপণ বাবদ স্বজনদের কাছে প্রথমে সাত লাখ টাকা, পরে তিন লাখ টাকা দাবি করেছিল বলে জানা গেছে। অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপহৃতদের ছেড়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করে কাঠ ব্যবসায়ী হেলাল উদ্দিন জানিয়েছেন, অপহৃতদের মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। তবে কত টাকা মুক্তিপণ দিয়েছেন, সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।</span></span></span></span></span></p>