<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি। বিএনপির পক্ষের আইনজীবীরা সময়ের আরজি জানালে জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গতকাল রবিবার এই দিন ধার্য করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আবেদনের শুনানির জন্য ১৯ জানুয়ারি (গতকাল) দিন ধার্য করেছিলেন। সে অনুযায়ী আপিল বিভাগের গতকালের কার্য তালিকায় ১৩ নম্বর ক্রমিকে রাখা হয় আবেদনটি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিন্তু ক্রম অনুসারে শুনানিতে ওঠার আগেই বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন আদালতকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী হাইকোর্ট বাতিল করে রায় দিয়েছেন। কিন্তু পূর্ণাঙ্গ রায়টি আমরা এখনো পাইনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>