<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যশোর, কুমিল্লা ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে যশোর, কুমিল্লা, সিলেট ও দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। গতকাল প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার কামাল হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ। অন্যদিকে সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ড. আসমা বেগমকে যশোর শিক্ষা বোর্ড, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন চৌধুরীকে সিলেট শিক্ষা বোর্ড, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহা. তৌহিদুল ইসলামকে দিনাজপুর শিক্ষা বোর্ড এবং গণিতের অধ্যাপক মো. শামসুল ইসলামকে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।</span></span></span></span></p> <p> </p>