<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও একটি রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বারুইখোলা ধানমণ্ডি রিভারভিউ মডেল টাউন নির্মীয়মাণ ভবনের সামনের খোলা জায়গা থেকে একটি শটগান ও একটি রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ জানতে পারে যে মোহাম্মদপুরের বারুইখোলা সাদেক খান পাম্পসংলগ্ন ধানমণ্ডি রিভারভিউ মডেল টাউনের নির্মীয়মাণ ভবনের সামনের খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রের কিছু অংশ পড়ে আছে। এরপর মোহাম্মদপুর থানা পুলিশ ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>