<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পোশাকশিল্পের প্রবৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ গত বৃহস্পতিবার ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব প্রতিশ্রুতি দেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিএমইএ। বিজিএমইএ প্রশাসকের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য রেজওয়ান সেলিম। বৈঠকে তারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিশেষ করে গার্মেন্টস ও টেক্সটাইল খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন বিশ্বে টেক্সটাইল উৎপাদনে পাকিস্তানের শক্তিশালী উপস্থিতি এবং পোশাক উৎপাদনে বাংলাদেশের শীর্ষস্থানীয় অবস্থান তুলে ধরে দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো অন্বেষণের ওপর জোর দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>