<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কালিয়াকৈরে ককটেল ফাটিয়ে এক বিকাশ ব্যবসায়ীকে  কুপিয়ে ১০ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে সফিপুর বাজারের মিসকা রাইস মিল মাঠের পাশে এ ঘটনা ঘটে। আহত বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলাম উপজেলার সফিপুর রঙ্গার টেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সফিপুর বাজারের আন্দারমানিক রোডের বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে রঙ্গারটেক এলাকায় বাসায় ফিরছিলেন। মিসকা রাইস মিল মাঠের দক্ষিণ পাশে পৌঁছলে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে কাছে থাকা আনুমানিক ১০ লাখ টাকার ব্যাগ এবং কয়েকটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে সাইফুল ইসলামকে কুপিয়ে টাকার ব্যাগ ও ৯টি মোবাইল ফোনসেট নিয়ে পালিয়ে যায়। টের পেয়ে আশপাশের মানুষ এগিয়ে গেলে ছিনতাইকারীরা কয়েকটি ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রাইভেট কারে উঠে পালিয়ে যায়। পরে সাইফুল ইসলামকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পাঠানো হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিবুল ইসলাম বলেন, জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।</span></span></span></span></p>