সরবরাহ সংকটের অজুহাতে এবার অস্থিরতা দেখা দিয়েছে আলুর বাজারে। খুচরায় গত দুই সপ্তাহের ব্যবধানেই কেজিতে ১০ টাকা পর্যন্ত দাম বেড়ে ৭০ টাকায় উঠেছে। দীর্ঘদিন ধরে রাজধানীর বাজারগুলোতে খুচরায় ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকাল মঙ্গলবারের বাজার দরের তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া আলু এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।
খুচরা বিক্রেতারা বলছেন, বাজারে এখন আলুর কিছুটা সরবরাহ সংকট চলছে, যার কারণে পাইকারিতেই দাম বাড়তি। আগে পাইকারিতে প্রতি কেজি আলু ৫৪ থেকে ৫৫ টাকায় কেনা গেলেও এখন কিনতে হচ্ছে ৬২ থেকে ৬৪ টাকায়।
এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পণ্যটি। তিন দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ভারতীয় আলুর দাম কেজিপ্রতি পাঁচ থেকে ছয় টাকা বেড়েছে।
দাম বাড়ার কারণে বিপাকে পড়েছেন আলু কিনতে আসা পাইকারি ব্যবসায়ীরা। হিলি কাস্টমসের তথ্য মতে, গত তিন দিনে ভারতীয় ৫২ ট্রাকে এক হাজার ৩৭৫ মেট্রিক টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। এদিকে দেশি আলুর থেকে ভারতীয় আলুর দাম বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।
রাজধানীর কারওয়ান বাজারের আলুর আড়তদার মো. সবুজ জানান, বাজারে আলুর সংকট দেখা দেওয়ায় হিমাগারে আলুর দাম হঠাৎ বেড়ে গেছে।
জানা গেছে, মুন্সীগঞ্জ, বগুড়া, রাজশাহী ও রংপুরে আলুর খুব সংকট চলছে। বাজারেও সহজলভ্য নয়। প্রতিবছর আলুর মৌসুমের শেষে দাম বাড়ে। তবে এ বছর মৌসুমের শুরু থেকেই চড়া ছিল আলুর দাম।