<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারদীয় দুর্গাপূজার অষ্টমীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। পরে যুবদলের কার্যালয় উদ্বোধন করেন তিনি। শুক্রবার রাতে উপজেলার রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এদিকে নগরপাড়া বাজারের ইউনুস মাকেটে ৫ নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান দিপু। এ সময় মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কায়েতপাড়া আমার অন্তরের সঙ্গে মিশে আছে। আমার বাবা-চাচারাও কায়েতপাড়া ইউনিয়নকে মূল্যায়ন করতেন। আমিও  কায়েতপাড়াবাসীর সুখে-দুঃখে আছি। হিন্দু ভাইয়েরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে। বিএনপি সব সময় পাশে থাকবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ থানা যুবদলের সদস্যসচিব নুর হাসান বাবুল, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়া, সহসভাপতি বখতিয়ার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, ফরিদ আহম্মেদ, আক্তার হোসেন, তারেক মিয়া, মোবারক হোসেন, আব্দুস সাত্তার প্রমুখ।</span></span></span></span></p>