<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর ৫০টি থানার ৯০ শতাংশ গাড়ি আগুন ও ভাঙচুরের কারণে ধ্বংস হয়ে গেছে। এ কারণে ডিএমপির পুলিশকে টহল দিতে গিয়ে পড়তে হচ্ছে সমস্যায়। অন্যদিকে যুবক শ্রেণির কেউ অপরাধ করলে তাঁকে কিছু বলতে গেলেও নিজেদের ছাত্র পরিচয় দিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টির চেষ্টা হচ্ছে। এসব কারণে রাজধানীতে পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার সকালে ডিএমপির সদর দপ্তরে পুলিশের সঙ্গে এক মতবিনিময়সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে এসব বিষয় জানানো হয় পুলিশের তরফ থেকে। মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন আইজিপি ময়নুল ইসলাম। উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান, ডিএমপির ট্রফিক, ক্রাইম বিভাগের কর্মকর্তাসহ ৫০ থানার ওসি। এ সভায় ডিএমপির কার্যক্রম নিয়ে পুলিশের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের কাছে জানতে চান ক্ষতিগ্রস্ত থানাগুলোতে কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত থানাগুলোর চিত্র তুলে ধরা হয়। সব থানায় কার্যক্রম চলছে বলেও জানানো হয়। পুলিশ কর্মকর্তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানান, থানাগুলোর ৯০ শতাংশ গাড়ি ধ্বংস হয়ে গেছে। এর বেশির ভাগই পুড়িয়ে দেওয়া হয়েছে। আর কিছু এমনভাবে ভাঙচুর করা হয়েছে যে কাজ চালানোর মতো অবস্থায় নেই। এতে রাজধানীতে পুলিশকে টহল দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে পুলিশের জন্য গাড়ি প্রয়োজন। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বরাষ্ট্র উপদেষ্টা গাড়ির বিষয়টি দ্রুত সুরাহার ব্যাপারে আশ্বাস দেন বলে সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ কর্মকর্তারা জানান, আন্দোলনের সময় বড় ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর ভাঙা মনোবল পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সততার সঙ্গে পুরোদমে দায়িত্ব পালন করলে পুলিশকে মানুষ বুকে টেনে নেবে। পুলিশের মনোবল হারানোর কোনো কারণ নেই।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থানার অস্ত্র, গোলাবারুদ নিয়েও আলোচনা হয়। এতে পুলিশ কর্মকর্তারা জানান, যে পরিমাণ গোলাবারুদ রয়েছে তাতে সমস্যা হবে না। কিন্তু অনেক অস্ত্র ছিনতাই হয়ে যাওয়ার কারণে সমস্যা রয়েছে। এ সময় অস্ত্র উদ্ধারে জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইজিপি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি রক্তস্নাত অধ্যায়ের মাধ্যমে আমরা দ্বিতীয় বিজয় অর্জন করেছি। পুলিশের প্রতি যে জনপ্রত্যাশা তৈরি হয়েছে, কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে সেই বিজয় নস্যাৎ হয়ে যাবে। আমাদের পূর্ণ উদ্যমে কাজ শুরু করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p>