<p>নারায়ণগঞ্জে আলোচিত মেধাবী স্কুলছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনার শিগগিরই সুষ্ঠু প্রতিবেদন প্রদানের আশা করছেন র‌্যাব-১১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।</p> <p>মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-১১-এর একটি টিম শহরের জামতলা এলাকার কলেজ রোডে অবস্থিত আজমেরী ওসমানের টর্চার সেল ‘উইনার ফ্যাশন’ এবং শহরের শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় র‌্যাব-১১-এর উপ-অধিনায়ক মেজর সাকিব, উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম, মামলার তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন, সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার শিপনও উপস্থিত ছিল। </p> <p>তানভীর মাহমুদ পাশা বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি শিপন এই ঘটনায় সম্পৃক্ত রয়েছেন। যেখানে ত্বকীকে হত্যা করা হয়, সেই উইনার ফ্যাশনটি এখন আর নেই। আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়েছি। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।</p> <p>তিনি আরো বলেন, সম্প্রতি আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী (১৭)। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।</p> <p> </p>