<p>স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সারা দেশে অন্তত ৬৩১ জন নিহত হয়েছে। তাদের স্মরণে জয়পুহাটের ক্ষেতলাল উপজেলার নওটিকা-কেশুরতা উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে গাছের চারাগুলো রোপণ করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। এ সময় আম, জাম, পেয়ারা, কাঁঠাল, <img alt="শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের চারা রোপণ" height="46" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/08.August/12-08-2024/Rif/12-09-2024-p4-2.jpg" style="float:left" width="250" />জলপাই, জারুল ও নিমগাছের চারা রোপণ করা হয়।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ। কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা দেশের বিভিন্ন স্থানে শুভ সংঘের আয়োজনে আহত ছাত্র-জনতার জন্য সুস্থতা ও নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল এবং তাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় আজ আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি।’</p> <p>এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার সাধারণ সদস্য মো. আনোয়ার হোসেন, মো. আরিফ হোসেন, শাহিন আহমেদ, মিজানুর রহমান, আব্দুল মান্নান, সামিউল ইসলাম প্রমুখ।</p> <p> </p>