<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অসুস্থ শরীর নিয়ে সেই সকালে বাগেরহাট থেকে আয়েছি। শুধুই কষ্ট হলো। কোনো কাজ হলো না। শরীরডা আরো খারাপ লাগছে। কোনো ডাক্তার নেই। আমাদের কষ্ট দেখারও কেউ নাই। গরিব মানুষ, টাকা-সময় নষ্ট হলো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চিকিৎসা না পেয়ে আক্ষেপ নিয়ে কষ্টের কথা এভাবেই বলছিলেন খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা বাগেরহাট সদরের কুলসুম জাহান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুধু কুলসুম জাহানই নন, চিকিৎসক না থাকায় গতকাল হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাজার হাজার রোগী ভোগান্তির শিকার হয়েছে। কবে এই অচলাবস্থা কাটবে তা-ও কেউ বলতে পারছে না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারপ্রাপ্ত পরিচালককে পদত্যাগে বাধ্য করা, উপপরিচালকসহ ৪১ চিকিৎসককে কালো তালিকাভুক্ত করে অবাঞ্ছিত ঘোষণা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের কক্ষ দখলকে কেন্দ্র করে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হাসপাতাল পরিদর্শন করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতালে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে মেডিক্যাল কলেজের শতাধিক শিক্ষার্থীকে নিয়ে কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মোস্তফা কামাল হাসপাতালের সম্মেলনকক্ষে যান। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে বের হয়ে পাশে ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আখতারুজ্জামানের কক্ষে যান তাঁরা। এ সময় ডা. মোস্তফা কামাল আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগ এনে ৪১ চিকিৎসকের তালিকা ভারপ্রাপ্ত পরিচালকের কাছে দেন। তালিকায় পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, আরএস, আরএমও, রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ সব পদের চিকিৎসকের নাম রয়েছে। বিক্ষোভকারীরা এক পর্যায়ে তালিকাভুক্ত চিকিৎসকদের অবাঞ্ছিত ঘোষণা এবং ভারপ্রাপ্ত পরিচালককে পদত্যাগে বাধ্য করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ অবস্থায় গতকাল বুধবার বহির্বিভা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গে ২০ জন ও আন্ত বিভা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গে রে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, কনসালট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">্যান্টসহ ২১ জন চি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিৎসক ভয়ে হাসপাতালে আসেননি। ফলে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। দূর-দূরান্ত থে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কে আসা রোগীরা সেবা না পে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">য়ে ফিরে যাচ্ছে। নাম প্রকাশ না করে একাধিক চিকিৎসক কালের কণ্ঠকে জানান, খুলনার চিকিৎসকদের মধ্যে নানা মতপার্থক্য থাকলেও এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তাঁরা নিরাপত্তহীনতায় ভুগছেন। এই অবস্থায় চিকিৎসা দেওয়া সম্ভব নয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুমন রায় মুঠোফোনে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মঙ্গলবার ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাঁদের দাবির বিষয় নিয়ে আলোচনা চলছিল। এ সময় ডাক্তার মোস্তফা কামালের নেতৃত্বে কিছু শিক্ষার্থী এসে আমাদের ঘিরে ধরে। পরে তারা উপপরিচালককে পদত্যাগ করতে বাধ্য করে। প্রায় ৫১ জন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করে। নিরাপত্তাঝুঁকি থাকায় আমরা আসিনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে কথা বলার জন্য নানাভাবে চেষ্টা করেও ডা. মোস্তফা কামালের বক্তব্য পাওয়া যায়নি।</span></span></span></span></p>