<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনের সাতটি গণমাধ্যম কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তাণ্ডবের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেশের ছয়টি জেলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগরীর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জাহাজ কম্পানি রোডে আহার হোটেলের হলরুমে মঙ্গলবার রাত ১১টায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে সাংবাদিক নেতারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারী সন্ত্রাসী ও ইন্ধনদাতা গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের অবিলম্ব গ্রেপ্তার এবং বিচারপ্রক্রিয়া শুরু করার দাবি জানান। নেতারা বলেন, বাংলাদেশের একটি বড় হাউসে হামলা হয়েছে। এটা মানা যায় না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিউজটোয়েন্টিফোরের রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের রংপুরের নিজস্ব প্রতিবেদক নজরুল মৃধা। বক্তব্য  দেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি মনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র রংপুর ব্যুরো প্রধান নজরুল ইসলাম রাজু প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিকগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিকগঞ্জ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শহীদ রফিক সড়কের প্রেস ক্লাবের সামনে গতকাল দুপুরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লক্ষ্মীপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লক্ষ্মীপুরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় সমাবেশে গণমাধ্যমকর্মীসহ অন্যরা বক্তব্য দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গণমাধ্যমকর্মীদের উদ্যোগে ইউনাইটেড প্রেস ক্লাবে প্রতিবাদ সভা হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিরোজপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিরোজপুরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা। সকাল ১১টায় জেলার পুরাতন প্রেস ক্লাব সড়কের টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিরোজপুরের মঠবাড়িয়ায় শহীদ মিনার চত্বরে গতকাল গণমাধ্যমকর্মীরা সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। কর্মসূচিতে মঠবাড়িয়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সংগঠনের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজবাড়ী : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজবাড়ীতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল গণমাধ্যমকর্মীদের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে রেলগেট শহীদ স্মৃতিস্তম্ভে অবস্থান কর্মসূচি পালন করা হয়।</span></span></span></span></p> <p> </p>