<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের আরো তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাঁরা হলেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মাদ আলী মিয়া, শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান এবং পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম) জয়দেব কুমার ভদ্র।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়। এ নিয়ে গত এক সপ্তাহে পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাঁদের অবসর দেওয়া হয়েছে। তাঁরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ১৩ আগস্ট অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। একই দিনে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার মনিরুজ্জামানকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হয়। এ ছাড়া গত ২১ আগস্ট বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন ও ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামানকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, পর্যায়ক্রমে সারা দেশেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের সদস্যদেরও রদবদল করা হচ্ছে। বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকাও লম্বা। এরই মধ্যে সাবেক আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা করা হচ্ছে। গ্রেপ্তার আতঙ্কে অনেক পুলিশ সদস্য গাঢাকা দিয়েছেন। অনেক সদস্য এখনো কর্মস্থলে যোগ দেননি। এ নিয়ে গোটা পুলিশ বিভাগেই চলছে আতঙ্ক।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিএমপির ১৪ থানায় নতুন ওসি : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিএমপির</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ১৪টি থানায় নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এর আগে ডিএমপির সব কটি থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে ১৪ ওসিকে পদায়ন করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁদের মধ্যে মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান থানার, মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী থানার, মো. তৌহিদ আহম্মেদকে গুলশান থানার, মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার, মুহাম্মদ আজহারুল ইসলামকে খিলক্ষেত থানার, গোলাম ফারুককে রমনা থানার, মোল্লা মো. খালিদ হোসেনকে পল্টন থানার, মো. সাইফুল ইসলামকে বাড্ডা থানার, এরশাদ আহমেদকে বিমানবন্দর থানার, মুহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানার, মো. মোবারক হোসেনকে তেজগাঁও থানার, মো. হাফিজুর রহমানকে উত্তরা-পশ্চিম থানার, মুহাম্মদ আজাহারুল ইসলামকে শাহবাগ থানার এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমণ্ডি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>