<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র চতুর্থ পৃষ্ঠায় ৩ আগস্ট প্রকাশিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুয়া নিয়োগপত্র দিয়ে ধরা প্রধান শিক্ষক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, তাঁকে জড়িয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। জাকির হোসেন নামের একজনের কাছ থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে ১২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে নিয়োগপত্র দেওয়ার অভিযোগটি ভিত্তিহীন এবং তাঁর জন্য মানহানিকর। একটা পক্ষ তাঁর কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে নিজেরাই ভুয়া নিয়োগপত্র তৈরি করে তাঁর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদকের বক্তব্য</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> : সরেজমিন তদন্ত করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে অভিযুক্তের বক্তব্য রয়েছে। তা ছাড়া সালিসের স্থিরচিত্র ও ভিডিও রয়েছে। সালিসে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন অধ্যক্ষ। তা ছাড়া যাঁকে ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়েছে তাঁর একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রয়েছে। এ ছাড়া সালিসে উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যানও ঘটনা স্বীকার করেছেন।</span></span></span></span></p> <p> </p>