<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোটা সংস্কার আন্দোলনে সংঘাতের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় তিনি মারা যান।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মারা যাওয়া ব্যক্তির নাম মো. বাবুল হাওলাদার (৪৮)। ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ নিয়ে গত ১০ দিনে সহিংসতার ঘটনায় শুধু ঢাকা মেডিক্যাল মর্গ থেকে ১০৩ জনের মরদেহ হস্তান্তর করা হলো। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গতকাল বিকেলে এ তথ্য দেন। তিনি বলেন, মারা যাওয়া বাবুল হাওলাদার হাতিরঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহত বাবুল হাওলাদার গত ১৯ জুলাই হাতিরঝিল থানা এলাকা দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টার দিকে তিনি মারা যান। নিহত বাবুল হাওলাদারের স্বজনরা বলে, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়। বাবুল হাওলাদার ঢাকার রামপুরা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। পেশায় তিনি রংমিস্ত্রি ছিলেন।</span></span></span></span></p> <p> </p>