<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চার ও গোপালগঞ্জের চার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রতিনিধিদের পাঠানো খবর : </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/07.July/25-07-2024/mk/Shuvosongo.jpg" style="float:left" width="300" />পঞ্চগড় : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঞ্চগড়ের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া গ্রামের ভ্যানচালক আশরাফুল ইসলাম সপ্তাহখানেক আগে দুর্ঘটনায় পড়েন। এ সময় তাঁর পা ভেঙে যায়। বন্ধ হয়ে যায় আয়-রোজগার। বিছানায় শুয়ে দিন কাটে তাঁর। রোজগার না থাকায় দিশাহারা হয়ে পড়েন তিনি ও পরিবার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই এলাকার পাথরশ্রমিক ফারুক হোসেন অসুস্থ হয়ে পড়ায় মাসখানেক ধরে মহানন্দায় পাথর তুলতে পারছেন না। এতে চরম অভাবে দিন কাটছে তাঁর পরিবারের। তাঁদের মতো অভাবের জীবন তেঁতুলিয়ার মহল্লালজোত এলাকার বৃদ্ধা সামেনা বেগম ও বিধবা শিরিনা আক্তারের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভাবী এই চার পরিবারের কষ্টের বোঝা খানিক হালকা করতে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখা। সংগঠনের পক্ষ থেকে চার পরিবারে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে তেঁতুলিয়া ডাকবাংলোতে তাঁদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন, সহসভাপতি সারোয়ার হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক তামিম ইকবাল, রক্তদানবিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, সদস্য হযরত আলী, মোহাম্মদ আতিক, আব্দুল জব্বার, সাবাব সিদ্দিকী, আব্দুল কাদের, রিক রায়হান ও ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলমান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পরিস্থিতিতে প্রতিদিনই থাকছে কারফিউ। সেই সঙ্গে স্কুল-কলেজ বন্ধ। বাজার খোলা থাকলেও মানুষের উপস্থিতি কম। এসব কারণে বিপাকে রয়েছেন গোপালগঞ্জের নিম্ন আয়ের মানুষ। রিকশাচালক হাবিবুর রহমান হাবু, গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী মুক্তা বেগম, পরিচ্ছন্নতাকর্মী হ্যাপি খানম ও পত্রিকা বিক্রেতা মিনহাজ খাদ্য সহায়তা পেশে খুশি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার সকালে গোপালগঞ্জ শহরের ডায়াবেটিক সমিতি হাসপাতাল চত্বরে দরিদ্র এই চার পরিবারের হাতে তুলে দেওয়া হয় ব্যাগভর্তি খাদ্যসামগ্রী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে চলমান কারফিউয়ের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের কথা বিবেচনা করে দেশের স্বনামধন্য শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা সংগঠন শুভসংঘ এগিয়ে এসেছে।</span></span></span></span></p>