<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন আয়োজন দেখে আমরা খুবই আনন্দিত। এর আগে কখনো এই এলাকায় এমন অনুষ্ঠান হয়নি। দোয়া করি, বসুন্ধরা শুভসংঘ এমন সামাজিক ও স্বেচ্ছাসেবী আয়োজন যেন সব সময় করতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল শনিবার বসুন্ধরা শুভসংঘের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক বেলা খাবারের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কর্মসূচিতে অতিথি, শিক্ষক এবং অভিভাবকরা এ কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/07.July/25-07-2024/mk/Shuvosongo.jpg" style="float:left" width="300" />ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কালিকাপুর সীমান্ত এলাকায় কামাল্লা দারুল কোরআন মাদরাসায় আয়োজন করা হয় এই ব্যতিক্রমী অনুষ্ঠানের। এদিন ওই প্রতিষ্ঠানের শতাধিক এতিম ও সাধারণ শিক্ষার্থীকে এক বেলা খাওয়ানো হয়। ঈদুল আজহায় সংগ্রহ করা মাংসের সঙ্গে ছিল সাদা ভাত, মুরগির মাংস, মাষকলাইয়ের ডাল ও সবজি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ ফেনী শাখার সভাপতি ফয়জুল হক বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার সাইফুল ইসলাম, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবদুর রহিম, পরিচালক আকবর হোসেন, কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী, সাবেক যুবনেতা সামছুল হক ভুঁইয়া রাশেদ, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. স্বপন, স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, স্বেচ্ছাসেবী সংগঠক আনোয়ারুল ইসলাম, মহিম উদ্দিন পৃথিবী, আবদুর রহিম, শিক্ষক হাফেজ মোহাম্মদ উল্যাহ ও মাস্টার সাইফুল হক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান অতিথি তাঁর বক্তব্যে এমন আয়োজনের জন্য বসুন্ধরা শুভসংঘের প্রশংসা করে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কামাল্লা কিছুটা অবহেলিত বা অনগ্রসর এলাকা। এই অনুষ্ঠানের জন্য এই প্রতিষ্ঠানকে বেছে নেওয়ায় আমরা কৃতজ্ঞ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে এ ধরনের প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চেয়ারম্যান এ সময় মাদরাসার পাকা ভবন নির্মাণের জন্য তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ১০ হাজার ইট দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি আবাসিকের ছাত্রদের জন্য দুই বস্তা চাল, এক বস্তা আলু ও ২০ লিটারের এক টিন সয়াবিন তেল উপহার হিসেবে প্রদান করেন।</span></span></span></span></p>