ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

কক্সবাজারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া

  • * কিশোর থেকে বয়স্করাও ডুবছেন এই নেশায় * নিঃস্ব হচ্ছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী পর্যন্ত
তোফায়েল আহমদ, কক্সবাজার
তোফায়েল আহমদ, কক্সবাজার
শেয়ার
কক্সবাজারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া

কক্সবাজারে অনলাইন জুয়া ভয়াবহভাবে বিস্তার লাভ করছে। এর কারণে সর্বস্বান্ত হয়েছে অনেক পরিবার। এ অঞ্চলে দীর্ঘ দিনের মাদক যাতনার সঙ্গে যোগ হয়েছে অনলাইন জুয়া নামের সর্বনাশা নেশা। কিশোর থেকে বয়স্করাও ডুবছেন এর নেশায়।

নীরবে ধ্বংস হচ্ছে সাজানো-গোছানো সংসার। এমনকি নিঃস্ব হচ্ছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, অনলাইন বেটিং সাইটগুলো এজেন্টদের মাধ্যমে পরিচালিত হয়। রয়েছে অনেক এজেন্ট।

যেমন মাস্টার এজেন্ট, নিয়মিত এজেন্ট ও সাব এজেন্ট। খেলোয়াড়রা এই সাইটগুলোতে হারলে এজেন্টরা কমিশন পান। এজেন্টরা ৬০ শতাংশ পর্যন্ত কমিশন পেয়ে থাকেন। এ ছাড়া খেলোয়াড়রা যখন টাকা জমা বা উত্তোলন করেন, এজেন্টরা সেখান থেকে ৫% ও ২% কমিশন পান।
খেলোয়াড়রাও সরাসরি অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। প্রধানত বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা জমা দেওয়া হয়।

কক্সবাজারে অত্যন্ত কম সময়ের মধ্যে উদ্বেগজনকভাবে ছড়িয়েছে মোবাইল মাধ্যমের অনলাইন জুয়া। মোবাইল ইন্টারনেট অ্যাপসের জুয়ার নেশায় পড়ে ফতুর হয়েছে অনেকে। কক্সবাজার শহরের অলিগলিতে সর্বস্বান্ত হওয়ার নজির রয়েছে অনেক।

কিন্তু ক্ষতিগ্রস্তরা যেমন বলতে বিব্রতবোধ করছে, তেমনি প্রতিবেশী বা স্থানীয় জনপ্রতিনিধিরাও নাম প্রকাশ করতে চান না।

কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল কালের কণ্ঠকে বলেন, মোবাইল জুয়ায় আমার ওয়ার্ডের মহল্লায় মহল্লায় অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। কৃষি রোড এলাকার বেশ কয়েকজন দোকানি ফতুর হয়ে গাঢাকা দিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, জেলার যেখানে টাকার প্রবাহ বেশি সেখানেই অনলাইন ক্যাসিনো জুয়ার রমরমা কারবার। মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও তাপবিদ্যুৎ প্রকল্প মিলে উন্নয়ন কর্মকাণ্ডের হাব হওয়ায় সেখানে অনলাইনের জুয়ার হাট বেশ চাঙ্গা। সেখানকার শ্রমিকরাও সবচেয়ে বেশি আসক্ত হয়ে পড়েছেন। অনলাইন জুয়ার নেপথ্যে লোকজনকে উৎসাহিত করার কাজেও বেশ কিছু লোক জড়িত থাকার অভিযোগ উঠেছে।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, চোখের সামনে প্রকল্পের কাজ নিয়ে কোটিপতি হওয়া ব্যবসায়ী জুয়ায় এখন নিঃস্ব হয়ে গেছেন। মাইজপাড়া ও সিকদারপাড়া গ্রামের দুই কোটিপতিকে একপ্রকার ফকির বানিয়ে দিয়েছে অনলাইন ক্যাসিনো।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার বলেন, আমার এলাকায় এটি মহাগজব হয়ে দেখা দিয়েছে। মগডেইল গ্রামের এক তরুণ কোটিপতি ব্যবসায়ী অনলাইন জুয়ার নেশায় পড়ে সর্বস্ব হারিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন।

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তবর্তী উপজেলা জনপদও অনলাইন ক্যাসিনোর জুয়ায় ভাসছে। টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, আমার পরিষদের এক চৌকিদার (গ্রাম পুলিশ) অনলাইন জুয়ার নেশায় আসক্ত হয়ে এখন নিঃস্ব। দুঃখের বিষয় হচ্ছে, তার কাছে বিচারপ্রার্থী জনগণের জমা রাখা কয়েক লাখ টাকাও সে জুয়ায় হারিয়েছে।

এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বিষয়টি নিয়ে আমরা সজাগ রয়েছি। ৬ জুলাই অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক সভায় অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। অনলাইন অপরাধ কঠোর হস্তে দমনের জন্য কক্সবাজারের ৯টি থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ

শেয়ার
বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ
বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণে কালো হয়ে গেছে। সেই পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই সঙ্গে বাড়ছে মশা। পাশ দিয়ে হেঁটে চলা দায়। গতকাল তোলা। ছবি : মঞ্জুরুল করিম
মন্তব্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ রবিবার দেশের গুরুত্বপূর্ণ স্থানে পিপল হু ফট ফর আসডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট : স্টোরি অব মুশতাক আহমদসহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকায় মিরপুর-১০ ও বছিলায় শহীদদের স্মরণে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। গতকাল শনিবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, আজ ২০ জুলাই গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস স্মরণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউজিক ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে দেশটা তোমার বাপের নাকি। কর্মসূচি অনুযায়ী এদিন একটি শহিদ পরিবারের সাক্ষ্য ডকুমেন্টারির পার্ট-৬ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণার ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে।

আজ ঢাকায় মোহাম্মদপুরে উর্দুভাষী বাংলাদেশিদের নিয়ে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হবে।

মন্তব্য
আদিলুর রহমান খান

ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
শেয়ার
ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে
আদিলুর রহমান খান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‌‘ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিগত সময়ে মানুষকে ঢাকাকেন্দ্রিক করে ফেলা হয়েছে। ঢাকার সঙ্গে আশপাশের জেলাগুলোর ভালো সংযোগ স্থাপন করা হয়নি। ফলে মানুষ কাজের জন্য ঢাকা এলেও, কাজ সেরে ফিরে যেতে পারছে না।

গতকাল শনিবার বুয়েটের স্থাপত্য বিভাগ আয়োজিত ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন শীর্ষক এক বিশেষ ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোটা বাতিল করেছে সরকার। স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজউক থেকে লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এদিকে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলাফল হাতে থাকবে না বলে মন্তব্য করেছেন আদিলুর রহমান খান।

গতকাল ঢাবির টিএসসি অডিটরিয়ামে ঢাবি তরুণ কলাম লেখক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নতুন করে যেন বাংলাদেশে কখনোই আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

 

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫। দুই দিনব্যাপী (১৫-১৬ জুলাই) এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গত ১৬ জুলাই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য

সর্বশেষ সংবাদ