বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স শাখার উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে। বগুড়ায় অসহায় নারীকে খাদ্য সহায়তা ও ময়মনসিংহের গফরগাঁওয়ে নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। এ ছাড়া ময়মনসিংহের গৌরীপুরে কমিটি গঠন করা হয়েছে। অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর—
ঢাকা : বসুন্ধরা শুভসংঘ গভ. কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স (হোম ইকোনমিকস) শাখার উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে।
গতকাল ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ প্রসঙ্গে আয়োজকরা বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। বেঁচে থাকার অন্যতম অবলম্বন অক্সিজেন সরবরাহ করে এই গাছ। তাই প্রত্যেকের উচিত গাছ লাগানো এবং সুন্দর পৃথিবীর গড়ার প্রয়াসে অংশ নেওয়া।’
বগুড়া : শাহানা বেগম খোয়া ভাঙার কাজ করতেন। তিন মাস আগে খোয়া ভাঙার সময় হাতুড়ির আঘাতে ডান হাতের আঙুলের হাড় ভেঙে যায়। ফলে উপার্জন বন্ধ হয়ে যায় তাঁর। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি।
দুই সন্তান নিয়ে স্বামীহারা শাহানার দিন চলছিল খেয়ে-না খেয়ে।
বিষয়টি জানার পর বসুন্ধরা শুভসংঘ তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার সদস্যরা গতকাল দুপুরে তাঁর হাতে তুলে দেন খাদ্যসামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সহসাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সজীব, নাফিজ, প্রবাল, সোহাগ প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এবং ইউনিয়ন শুভসংঘের উপদেষ্টা, ইউপি চেয়ারম্যান রোকসানা বেগমের সহযোগিতায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
গতকাল দত্তেরবাজার ইউনিয়নের যাত্রাসিদ্ধি গ্রামে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিয়াউদ্দিন, ইউনিয়ন শুভসংঘের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. একলাস উদ্দিন, শুভসংঘের বন্ধু রিফাত, আরিফুল, রফিক, শান্ত, আলতাফ উদ্দিন, রিপন প্রমুখ।
ময়মনসিংহ : বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখা গঠন করা হয়েছে। গত সোমবার বিকেলে এই কমিটি গঠন করা হয়। কালের কণ্ঠ’র ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজীর সভাপতিত্বে এ সময় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার ভাইস প্রিন্সিপাল এমদাদুল হক। অতিথি ছিলেন উপজেলা পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, উপজেলা মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক মো. রইস উদ্দিন, শংকর ঘোষ পিলু, সাংবাদিক রফিকুল ইসলাম রাকিব ও ওবায়দুর রহমান, আব্দুল কাদির, নারী নেত্রী পরশ মনি, হলি সিয়াম প্রমুখ।
পরে শংকর ঘোষ পিলুকে সভাপতি ও হারুন মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি তফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হোসেন, জাহাঙ্গীর ইসলাম সাব্বির, রফিকুল ইসলাম রাকিব, ওবায়দুর রহমান, লিমন হোসেন, সানজিদা আক্তার ফাতেমা, ফরহাদ হোসেন, প্রবোধ সরকার রানা এবং নারীবিষয়ক সম্পাদক পরশ মনি। কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু ও সুশান্ত সাহা প্রেমু।