বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গোপালগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরে এক অসহায় পরিবারকে খাদ্য উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রতিনিধিদের পাঠানো খবর—
গোপালগঞ্জ : বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে শহরের সীতানাথ মথুরানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি সৌন্দর্যবর্ধক গাছের চারা তুলে দেওয়া হয়।
গাছের চারা পেয়ে সিয়াম নামের এক শিক্ষার্থী বলে, ‘আমরা স্কাউট সদস্যরা গাছের চারা রোপণের ব্যাপারে সব সময় সচেতন। আমাদের একটা ব্যাজই আছে গাছ লাগানোর জন্য। সচেতনতা তৈরির পাশাপাশি গাছ লাগানো আমাদের নাগরিক দায়িত্বের একটা অংশ।’
গাছের চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস, সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান, পরিবেশবিষয়ক সম্পাদক তৌসিফ সাকিব ও সমাজসেবা সম্পাদক অয়ন সাহা।
গাছের চারা বিতরণ শেষে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন, ‘গাছের চারা রোপণের উপযুক্ত সময় এসেছে। আমরা সারা বছর গাছের চারা বিতরণ ও রোপণ করে পরিচর্যা ও যত্ন নিচ্ছি। শুধু রোপণ করেই ক্ষান্ত নই আমরা, গাছগুলো যাতে অক্সিজেন কারখানা হিসেবে গড়ে ওঠে তার জন্য শুভসংঘের সদস্যরা সর্বদা সদা প্রস্তুত।’
কালিয়াকৈর (গাজীপুর) : বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর শাখার উদ্যোগে অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে রিকশাচালক আফসার আলীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্যসামগ্রী পেয়ে আফসার আলী বলেন, ‘আমার একার পক্ষে রিকশা চালিয়ে ছয় সদস্যের খরচ বহন করা সম্ভব হয় না। অনেক কষ্টে দিন পার করছি। বসুন্ধরা শুভসংঘের এ সহায়তার কথা আমি কোনো দিন ভুলব না।’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি নীরঞ্জন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মিয়া, পরিবেশবিষয়ক সম্পাদক মুস্তাকিন হাসান, অর্থবিষয়ক সম্পাদক রমজান আলী, কার্যকরী সদস্য সনকিম সরকার প্রমুখ।