ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭
শুভ কাজে সবার পাশে

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গোপালগঞ্জে চারা বিতরণ

  • কালিয়াকৈরে অসহায়কে খাদ্য উপহার
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গোপালগঞ্জে চারা বিতরণ
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গতকাল গাছের চারা বিতরণ করা হয়। ছবি : কালের কণ্ঠ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গোপালগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরে এক অসহায় পরিবারকে খাদ্য উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রতিনিধিদের পাঠানো খবর

গোপালগঞ্জ : বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে শহরের সীতানাথ মথুরানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি সৌন্দর্যবর্ধক গাছের চারা তুলে দেওয়া হয়।

শুভসংঘেগাছের চারা পেয়ে সিয়াম নামের এক শিক্ষার্থী বলে, আমরা স্কাউট সদস্যরা গাছের চারা রোপণের ব্যাপারে সব সময় সচেতন। আমাদের একটা ব্যাজই আছে গাছ লাগানোর জন্য। সচেতনতা তৈরির পাশাপাশি গাছ লাগানো আমাদের নাগরিক দায়িত্বের একটা অংশ।

গাছের চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস, সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান, পরিবেশবিষয়ক সম্পাদক তৌসিফ সাকিব ও সমাজসেবা সম্পাদক অয়ন সাহা।

গাছের চারা বিতরণ শেষে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন, গাছের চারা রোপণের উপযুক্ত সময় এসেছে। আমরা সারা বছর গাছের চারা বিতরণ ও রোপণ করে পরিচর্যা ও যত্ন নিচ্ছি। শুধু রোপণ করেই ক্ষান্ত নই আমরা, গাছগুলো যাতে অক্সিজেন কারখানা হিসেবে গড়ে ওঠে তার জন্য শুভসংঘের সদস্যরা সর্বদা সদা প্রস্তুত।

কালিয়াকৈর (গাজীপুর) : বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর শাখার উদ্যোগে অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে রিকশাচালক আফসার আলীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী পেয়ে আফসার আলী বলেন, আমার একার পক্ষে রিকশা চালিয়ে ছয় সদস্যের খরচ বহন করা সম্ভব হয় না। অনেক কষ্টে দিন পার করছি। বসুন্ধরা শুভসংঘের এ সহায়তার কথা আমি কোনো দিন ভুলব না।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর  উপজেলা শাখার সভাপতি নীরঞ্জন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মিয়া, পরিবেশবিষয়ক সম্পাদক মুস্তাকিন হাসান, অর্থবিষয়ক সম্পাদক  রমজান আলী, কার্যকরী সদস্য সনকিম সরকার প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ

শেয়ার
বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ
বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণে কালো হয়ে গেছে। সেই পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই সঙ্গে বাড়ছে মশা। পাশ দিয়ে হেঁটে চলা দায়। গতকাল তোলা। ছবি : মঞ্জুরুল করিম
মন্তব্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ রবিবার দেশের গুরুত্বপূর্ণ স্থানে পিপল হু ফট ফর আসডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট : স্টোরি অব মুশতাক আহমদসহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকায় মিরপুর-১০ ও বছিলায় শহীদদের স্মরণে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। গতকাল শনিবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, আজ ২০ জুলাই গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস স্মরণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউজিক ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে দেশটা তোমার বাপের নাকি। কর্মসূচি অনুযায়ী এদিন একটি শহিদ পরিবারের সাক্ষ্য ডকুমেন্টারির পার্ট-৬ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণার ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে।

আজ ঢাকায় মোহাম্মদপুরে উর্দুভাষী বাংলাদেশিদের নিয়ে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হবে।

মন্তব্য
আদিলুর রহমান খান

ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
শেয়ার
ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে
আদিলুর রহমান খান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‌‘ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিগত সময়ে মানুষকে ঢাকাকেন্দ্রিক করে ফেলা হয়েছে। ঢাকার সঙ্গে আশপাশের জেলাগুলোর ভালো সংযোগ স্থাপন করা হয়নি। ফলে মানুষ কাজের জন্য ঢাকা এলেও, কাজ সেরে ফিরে যেতে পারছে না।

গতকাল শনিবার বুয়েটের স্থাপত্য বিভাগ আয়োজিত ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন শীর্ষক এক বিশেষ ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোটা বাতিল করেছে সরকার। স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজউক থেকে লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এদিকে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলাফল হাতে থাকবে না বলে মন্তব্য করেছেন আদিলুর রহমান খান।

গতকাল ঢাবির টিএসসি অডিটরিয়ামে ঢাবি তরুণ কলাম লেখক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নতুন করে যেন বাংলাদেশে কখনোই আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

 

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫। দুই দিনব্যাপী (১৫-১৬ জুলাই) এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গত ১৬ জুলাই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য

সর্বশেষ সংবাদ