ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭
মানিকগঞ্জ-২

দুর্নীতিমুক্ত সমাজ গড়ব

  • দেওয়ান জাহিদ আহমেদ টুলু
মোবারক হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
মোবারক হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
শেয়ার
দুর্নীতিমুক্ত সমাজ গড়ব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া সংসদ সদস্যদের নিজের এলাকা নিয়ে ভাবনাগুলো তুলে ধরছে কালের কণ্ঠ

সিংগাইর-হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু। তাঁর নির্বাচনী প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল ভাষাশহীদ রফিক সেতুর টোল মওকুফ ও হরিরামপুর উপজেলার ভাঙনরোধে স্থায়ীভাবে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ।

এ ছাড়া মাদক, সন্ত্রাসবাদ, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পাশাপাশি টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে স্মার্ট দক্ষিণ মানিকগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

শপথ নেওয়ার পর থেকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন তিনি। জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেশায় একজন ব্যবসায়ী।

তিনি গড়ে তুলেছেন ইলমা ইয়ার্ন ট্রেড, এক্সিস নিটওয়্যারস ও ইলমা নিটিং অ্যান্ড প্রিন্টিং নামের তিনটি শিল্পপ্রতিষ্ঠান। যেখানে সৃষ্টি হয়েছে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান।

তিনি সব সময় স্বপ্ন দেখেন হানাহানি, ঘুষ-দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার।

দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, আমার রাজনীতির মূল উদ্দেশ্য গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং জাতির কল্যাণে কাজ করা। নিজের ভাগ্যোন্নয়নের জন্য নয়। স্বাধীনতার পর দক্ষিণ মানিকগঞ্জ থেকে যাঁরা এমপি ও মন্ত্রী হয়েছেন, তাঁরা কেউ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি।

জননেত্রী শেখ হাসিনার শাসনামলে দেশে ব্যাপক উন্নয়ন হলেও যোগ্য
নেতৃত্বের অভাবে দক্ষিণ মানিকগঞ্জ আজও অবহেলিত। তিনি বলেন, বর্তমান দক্ষিণ মানিকগঞ্জবাসীর প্রধান দুটি সমস্যা হলো ভাষাশহীদ রফিক সেতুর টোল ও হরিরামপুর উপজেলার পদ্মা নদীর ভাঙন। এই দুটি সমস্যার সমাধানসহ যেসব প্রত্যাশা নিয়ে জনগণ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন, জনগণের সেই প্রত্যাশা পূরণ ও সবার জন্য বাসযোগ্য স্মার্ট দক্ষিণ মানিকগঞ্জ গড়ব।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ

শেয়ার
বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ
বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণে কালো হয়ে গেছে। সেই পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই সঙ্গে বাড়ছে মশা। পাশ দিয়ে হেঁটে চলা দায়। গতকাল তোলা। ছবি : মঞ্জুরুল করিম
মন্তব্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ রবিবার দেশের গুরুত্বপূর্ণ স্থানে পিপল হু ফট ফর আসডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট : স্টোরি অব মুশতাক আহমদসহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকায় মিরপুর-১০ ও বছিলায় শহীদদের স্মরণে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। গতকাল শনিবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, আজ ২০ জুলাই গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস স্মরণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউজিক ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে দেশটা তোমার বাপের নাকি। কর্মসূচি অনুযায়ী এদিন একটি শহিদ পরিবারের সাক্ষ্য ডকুমেন্টারির পার্ট-৬ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণার ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে।

আজ ঢাকায় মোহাম্মদপুরে উর্দুভাষী বাংলাদেশিদের নিয়ে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হবে।

মন্তব্য
আদিলুর রহমান খান

ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
শেয়ার
ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে
আদিলুর রহমান খান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‌‘ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিগত সময়ে মানুষকে ঢাকাকেন্দ্রিক করে ফেলা হয়েছে। ঢাকার সঙ্গে আশপাশের জেলাগুলোর ভালো সংযোগ স্থাপন করা হয়নি। ফলে মানুষ কাজের জন্য ঢাকা এলেও, কাজ সেরে ফিরে যেতে পারছে না।

গতকাল শনিবার বুয়েটের স্থাপত্য বিভাগ আয়োজিত ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন শীর্ষক এক বিশেষ ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোটা বাতিল করেছে সরকার। স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজউক থেকে লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এদিকে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলাফল হাতে থাকবে না বলে মন্তব্য করেছেন আদিলুর রহমান খান।

গতকাল ঢাবির টিএসসি অডিটরিয়ামে ঢাবি তরুণ কলাম লেখক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নতুন করে যেন বাংলাদেশে কখনোই আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

 

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫। দুই দিনব্যাপী (১৫-১৬ জুলাই) এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গত ১৬ জুলাই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য

সর্বশেষ সংবাদ