<p><img alt="খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ" height="33" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/05.May/04-05-2024/K/kalerkantho-OA-52A.jpg" style="float:left" width="250" />প্রচণ্ড গরমে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ রাজধানীর রূপনগর থানা ও দিনাজপুর সদর উপজেলা শাখা। সংগঠনটির উদ্যোগে গতকাল শুক্রবার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মধ্যে খাবার স্যালাইন ও ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :</p> <p>ঢাকা : প্রচণ্ড গরমে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ রূপনগর থানা শাখা। গতকাল শুক্রবার দুপুরে রূপনগরের শিয়ালবাড়ী মোড়ে শ্রমজীবী মানুষের মধ্যে ক্যাপ, খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়। রিকশাচালক মিজান বলেন, ‘এই গরমে শরীর না চললেও পরিবারের খরচ চালাতে গরম উপেক্ষা করে বাধ্য হয়েই রিকশা চালাতে হচ্ছে। আমাদের কথা চিন্তা করে ক্যাপ, পানি ও খাবার স্যালাইন দেবে ভাবতে পারিনি। আপনাদের এই উদ্যোগে আমিসহ আমার মতো অনেক রিকশা ও ভ্যানচালক ভাই অনেক উপকৃত হবে।’ এ সময় উপস্থিত ছিলেন রূপনগর থানার সভাপতি শাইমুল আজাদ চয়ন, সদস্য জুবায়ের হাসান, সাদমান তাওছিফ, শাহীন, আশিক ও স্বাধীন।</p> <p>বোচাগঞ্জ (দিনাজপুর) : খেটে খাওয়া মানুষের মধ্যে ঠাণ্ডা শরবত বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখা। গতকাল শুক্রবার সদর উপজেলার পুলহাট রূপন মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় এক হাজার মানুষকে শরবত খাওয়ানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ, সদর উপজেলা শাখার সভাপতি রাকিব হাসান রিফাত, সাধারণ সম্পাদক আসতারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ।</p>