<p>মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চারজন। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য মতে, চলতি মার্চে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২২৬ জন ও  মৃত্যু হয়েছে পাঁচজনের। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩৭ শতাংশ রোগী ঢাকা মহানগরের ও ঢাকার বাইরের ৬৩ শতাংশ। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, বরগুনা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায়। ডেঙ্গু নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬২০ জনে। সব মিলিয়ে এই বছর ২২ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। গত শতাব্দীর ষাটের দশকে এই ভূখণ্ডে প্রথম ডেঙ্গু শনাক্ত হয়। সে সময় একে ‘ঢাকা ফিবার’ নাম দেওয়া হয়েছিল। ২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর।</p> <p> </p>